খিচুড়ি
.jpeg)
খিচুড়ি.... ভুনা খিচ 🍲 ফুড স্টোরি: "এক প্লেট খিচুড়ি ও ভালবাসার গল্প" একদিন বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। এমন দিনে মা খিচুড়ি রান্না করতেন – গরম ভাত, ডাল আর সামান্য ভাজা বেগুন। ছোটবেলার সেই স্বাদ আজও মন ছুঁয়ে যায়। সে দিন আমি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলাম। মা চুপচাপ একটা প্লেট সামনে এগিয়ে দিলেন – গরম খিচুড়ি আর ডিমভাজি। আমি কিছু বলিনি, কিন্তু এক চামচ মুখে দিতেই সব ক্লান্তি যেন উড়ে গেল। খাবার শুধু পেটের ক্ষুধা মেটায় না – খাবার আবেগ ছুঁয়ে যায়, স্মৃতি জাগিয়ে তোলে। সেই খিচুড়ি যেন ছিল মায়ের ভালবাসার ভাষা। এখনো যখন বৃষ্টি নামে, আমি সেই স্বাদ খুঁজি, সেই ভালবাসা মনে পড়ে। ✨ খাবার শুধু রেসিপি নয়, প্রতিটি পদে লুকানো থাকে একটা করে গল্প https://surli.cc/zkjenh